ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার ২১ অক্টোবর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় নিতপুর শহীদ মিনার প্রাঙ্গণে এই মিছিল হয়। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পোরশার শিক্ষক সমিতির সভাপতি মোঃ একরামুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপজেলার মাদ্রাসা সমিতির সভাপতি আব্দুল বশির অধ্যক্ষ এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম অধ্যক্ষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের মর্যাদা সম্মান ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরী ।তাদের আর্থিক নিরাপত্তা না থাকলে শিক্ষা কার্যক্রমের মান ও ব্যাহত হয়।
বক্তারা আরো বলেন শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি হল শিক্ষক অথচ বছরের পর বছর তাদের ন্যায্য প্রাপ্যতা থেকে তারা বঞ্চিত রাখা হচ্ছে যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক নেতারা এই স্মারকলিপিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন যেমন বাড়ি, ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ ও চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করতে হবে।
পরিশেষে, আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করে মর্যাদা ও জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার সকল ব্যবস্থা নেওয়া ও দাবি জানান।