আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির নেতারা। মঙ্গলবার বিকেলে তারা বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালান। এসময় তারা মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে দোয়া চান।
নেতারা বলেন, “ডা. ইকরামুল বারী টিপু নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” তারা জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান মনোনয়ন পেলে টিপুর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার জন্য।
গণসংযোগে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক এসোসিয়েশনের নওগাঁ জেলা সহ-সভাপতি ও মান্দা উপজেলা সভাপতি আ. মান্নান, কুসুম্বা ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিল উদ্দিন, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদস্য আরব আলী, ভারশোঁ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মইনুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ, দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুর্তাজা, জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সাগর হোসেন, কুসুম্বা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিন মোল্লা প্রমুখ।