মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার সকাল ১১টায় কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫/২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি মাঠে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষো কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার উপজেলা পরিষদ চত্বরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব। কৃষি অধিদপ্তরের তথ্য মতে জানা যায় ২০২৫/২৬ অর্থ বছরে গম-১১০ জন, সরিষা ৩৭১০, পিঁয়াজ শীতকালীন ২০, মশুর ডাল ৬০, খেশারী ১০, বসতবাড়ি সবজি আবাদ ৫০, লাউ৩০, বেগুন ৫০, মিষ্টি কুমড়া ৪০, শশা ৫০ জন সহ সর্বমোট ৪০৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী উপজেলা প্রকল্প অফিসার মাশরুবা আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা নুর নবী, সহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।