বগুড়া শেরপুরে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালকের মৃত্যু
মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের বোয়ালকান্দি এলাকায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মিঠু মিয়া (৫০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়। নিহত মিঠু মিয়া শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ইশা পরিবহন’ নামের একটি বালু বোঝাই ট্রাক শেরপুরগামী ছিল। বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রলি বোয়ালকান্দি ব্রিজ এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে যান। ওই সময় ট্রাকটি চালকের দুই পায়ের উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।