মোঃ রেজ্জাকুল হায়দার, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২২ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই-বগুড়া মহাসড়কে র্যালি ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এসএম তারেকুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
এছাড়াও বক্তব্য দেন কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার শাহ আলম, উপজেলা সমাজসেবা অফিসার আসমা আক্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, আর কোন মানুষকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সচেতনতা ও সহযোগীতা কামনা করেন।