রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলার ধুনট উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা ও অভিভাবক সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতিকুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মেরিনা খাতুনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেশমা খাতুন, পারভীন খাতুন ও কল্পনা খাতুন বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের দায়িত্ব ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন রোখসানা খাতুন, কেয়া খাতুন ও আন্না খাতুনসহ আরও অনেকে। বক্তারা বিদ্যালয়ের মানোন্নয়ন, শিক্ষার্থীদের আচরণ গঠন ও পড়ালেখায় আগ্রহ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান খোকন বলেন, “অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতাই শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে। বিদ্যালয় ও পরিবারের সমন্বয়ই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।