রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহীঃ / ৬২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহীঃ

গোদাগাড়ীতে আটক স্বর্ণের বারকে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। উপজেলার হাটপাড়া ঘাট এলাকায় গত ২০ অক্টোবর একটি স্বর্ণের চালান আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় চালানটি ৩ জন পুলিশ সিভিলে এসে বেলা আনুমানিক ৩ টার সময় ঐ ব্যক্তিকে আটক করে। আশপাশে লোকজনকে কিছু না বলেই আসামী মোশাররফকে হ্যান্ডকাপ পড়িয়ে মোটরসাইকেল যোগে উঠিয়ে নিয়ে যান তারা। পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর আসামিকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ। এসময় ওসি ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, এসআই কুদ্দুস, এসআই রেজাউল, এএস আই মজনু মিয়া উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে পুলিশ ডাক দেয় এবং আসামীর কোমরের অংশ থেকে ৫ টি স্বর্ণের খণ্ডাংশ বার পেয়েছি মর্মে জানায়। এরপর ২ জনকে স্বাক্ষী করে পুলিশ আসামীকে নিয়ে চলে যান।

এদিকে পুলিশের এসআই কুদ্দুস বলছেন আমরা আসামিকে আটক করেছি সাড়ে সাতটার সময়। আমরা ৩ টার সময় ঘটনাস্থলে যায়নি। যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সাড়ে সাতটায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে অবৈধ স্বর্ণের বারসহ আটক করেছি। অভিযান পরিচালনার সময় আপনারা ৩ জন ছিলেন এমন প্রশ্নে কুদ্দুস বলেন, না ঘটনাস্থলে আমি, ওসি মোয়াজ্জেম, এসআই রেজাউল, এএসআই মজনু মিয়া সহ কনস্টেবলরা ছিল। আমরা একবারই ঘটনাস্থলে গিয়েছি।

উপস্থিত এএসআই মজনু ৩ টার সময় তুলে আনার বিষয়টি স্বীকার করে জানান, আমরা ঐ সময় তার কাছে খুঁজে পায়নি। থানায় নিয়ে আসার পর পেয়েছি। আপনারা ঘটনাস্থলে গিয়ে আসামির কোমরে পাওয়ার বিষয়টি জনগনকে দেখিয়েছেন এমন প্রশ্নে মজনু দ্রুত কাজ আছে বলে সটকে পড়েন।

হাটপাড়া ঘাটের মমিন মাঝি বলছেন, ৩ জন লোক সিভিল পোশাকে এসে আসামিকে নৌকা থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। কাউকে কিছু বলেওনি কাউকে কোন কিছু দেখায়নি। তখন আমরা জানতাম না কি কারনে তাকে ধরে নিয়ে গেল। পরে আবার সাড়ে সাতটা সময় নিয়ে এসে যখন লোকজনকে দেখালো তখন জানতে পেরেছি। দেখলাম ৫ টি স্বর্ণের বার। স্থানীয়রা আরও বলেন, স্বর্ণের বার আরও ছিলো। পূর্ণাঙ্গ স্বর্ণের বার থেকে খণ্ড অংশ করা হয়েছে। বড় একটা অংশ গোপন করা হয়েছে মর্মে জানান তারা। হাটপাড়া এলাকার মুহিন ইসলাম (১৪) জানান, ৩ টার সময় ঐ লোকটাকে লিয়্যা গেছে।ফের এশারের সময় লিয়্যা আইসছে।তখুন দেখনু যে সোনা পাইয়্যাছে। হামি আর কিছু জানি না।

একই এলাকার নিতাই থানা থেকে পাওয়া ছবি দেখে বলেন, ঐ সময় এ ধরনের সোনার বার ছিল না। আরও মোটা ও লম্বা ছিল।

গোদাগাড়ী মডেল থানার ওসি ( ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, আসামীকে ৩ টার সময় গ্রেফতারের তথ্য সঠিক নয়। অভিযানে থাকা এ এস আই মজনু আসামীকে ৩ টায় গ্রেফতার করেছে মর্মে স্বীকার করেছে বলে জানতে চাইলে ওসি বলেন তিনি সঠিক জানে না। স্থানীয়রা আসামীকে ৩ টার সময় আটক করেছে জানালে তিনি বলেন স্থানীয়রাও মিথ্যা বলছে। আসামী কে সন্ধ্যার পর আটক করা হয়েছে। আটক ব্যক্তির নিকট থেকে খন্ড সোনার বার পাওয়া গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর