রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মামলার প্রস্তুতি

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ / ৫০ বার পঠিত
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মামলার প্রস্তুতি

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় ভিন্ন কৌশলে সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টির আইনি প্রতিকার নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠসহ একাধিক অনলাইন পোর্টালে তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে ভিপি জমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের সূত্রে উল্লেখ করা হয়, স্থানীয় শিখা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন এবং পরে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত জমি আমার নয় এবং আমি কখনো সেটি দখলের চেষ্টা করিনি। দীর্ঘ দেড় যুগ ধরে আমি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে আমি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসউএস)-এর নেতৃত্ব দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করার কারণে আমাকে টার্গেট করে এ অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও জানান, মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা ও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, ওই ভিপি জমির দাবিদার মতিউর রহমান মধু সংবাদ সম্মেলনে বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারি (ভিপি) জমিটি লিজ নিয়ে ভোগদখল করছি। শিখা ও শামিমসহ কয়েকজনের অত্যাচারে একসময় আমি বাধ্য হয়ে পাশের আমার মায়ের জমিতে বসবাস শুরু করি। সম্প্রতি আমি সেখানে একটি গরুর খামার স্থাপন করতে গেলে তারা বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

তিনি আরও জানান, আমার প্রতিবেশী কামরুল ইসলামকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। আমাদের বিরোধকে বিকৃতভাবে তুলে ধরে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিখা খাতুন ও শামিম হোসেন বলেন, জমি নিয়ে ঝামেলা চলছে, তবে কামরুল ইসলামের নামে অভিযোগ আমরা নিজেরা করতে চাইনি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ভিপি জমি সরকারি সম্পত্তি। নিয়ম অনুযায়ী যিনি বৈধভাবে লিজ গ্রহণ করবেন, তিনিই জমি ভোগদখলের অধিকারী হবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর