রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

কক্সবাজারে হোটেলে নওগাঁর পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

নিউজ ডেস্কঃ / ১১৮ বার পঠিত
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
কক্সবাজারে হোটেলে নওগাঁর পর্যটকের মৃত্যু, দুই নারীসহ আটক ৪

নিউজ ডেস্কঃ

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

আটকরা হলেন-রুবেলের বন্ধু মোঃ মামুন (৪৮), মোঃ মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় দুই নারী।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন।

হোটেল সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে প্রাইভেটকার যোগে চালকসহ কক্সবাজারে আসেন রুবেল। ওই দিন তিনি কলাতলী হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার আরও চার বন্ধু কক্সবাজারে এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার রাতে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে বন্ধুদের সঙ্গে অবস্থানকালে রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশ হোটেলটি পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। এ সময় হাসপাতালে উপস্থিত দুই নারী ও দুই পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্রঃ visionnewstoday.com

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর