এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভবানীপুর বণিক সমিতি নিজস্ব কার্যালয়ে সকাল ০৮টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এই নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন এবং অনান্য ৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ১১টি পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ৫৫৪ জন। সভাপতি পদে মোঃ আরিফুজ্জামান লেবু প্রতীক “চেয়ার”, মোঃ আব্দুল গফুর খান প্রতীক “ছাতা”, মোঃ জয়নূল হক প্রতীক “আনারস”, মোঃ লোকমান সরদার প্রতীক “দোয়াত কলম”। সাহসভাপতি পদে মোঃ মহসিন প্রামাণিক প্রতীক “ঘড়ি”, মোঃ সম্রাট হোসেন “কুলা” সাধারণ সম্পাদক পদে, মোঃ আলমগীর হোসেন প্রতীক”মোরগ” মোঃ শাকিল খাঁন প্রতীক “মাছ”। সহ সাধারণ সম্পাদক পদে, মোঃ ওয়াজেদ আলী প্রাং লিটন প্রতীক “গরুর গাড়ি” মোঃ জুয়েল মন্ডল “আম” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা জানান, ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন অন্য বছরের নির্বাচনকে হার মানাবে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা সুষ্ঠু নির্বাচন ও ভোটের ফলাফলে হারজিত থাকবে বলে আনন্দ প্রকাশ করেছেন।
উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভবানীপুর বাজার বণিক সমিতি আহ্বায়ক এস এম মামুনুর রশীদ বলেন, প্রশাসনের দিক থেকে আগইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।