শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
এরই অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের চান্দার পয়েন্ট বাজার ও আশপাশের এলাকায় মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বালিজুরী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি মাকমদ আলী ও ইউনিয়ন যুবদল সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নোমান মিয়া, জিয়াউল হক, ইকরামুল মিয়া, জাহাঙ্গীর, নুরুল হক, শামছুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বিগত ১৭ বছর ধরে দুঃসময়ে দল ও কর্মীদের পাশে থেকেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের যে বার্তা দেওয়া হয়েছে, তা জনগণের মাঝে পৌঁছে দিতে মাহবুবুর রহমানের নির্দেশে হাওর অঞ্চলের তরুণরা মাঠে নেমেছেন।
বৈঠক শেষে উপস্থিত সকলের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, মাহবুবুর রহমানের নেতৃত্বে গঠিত তরুণদের ওয়ার্ডভিত্তিক টিম প্রতিদিন গ্রামেগঞ্জে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ৩১ দফা প্রচারে কাজ করে যাচ্ছে। এতে তৃণমূলের জনগণ ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, মাহবুব ভাই শুধু নেতা নন, দুঃসময়ের সাহসী কাণ্ডারী। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, এখনো আছেন। তারেক রহমানের ৩১ দফার বার্তা তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।