মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
সোমবার দুপুর ১২টায় বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোকচিত্র প্রতিযোগীতা/২০২৫ ইং এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুনাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসুল সিদ্দিক, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, দৃর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ।
এই আলোকচিত্র অনুষ্ঠানে উপজেলার অনেক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আলোকচিত্র প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী মোঃ রাকিবুল হাসানকে ২০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সার্টিফিকেট, ২য় স্থান অধিকারী পংকজ কুমারকে ১০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সার্টিফিকেট ও ৩য় স্থান অধিকারী মোছাঃ ফারজানা আক্তার মিমকে ৫ হাজার টাকার চেক, ক্রেস্ট, সার্টিফিকেট প্রধান করা হয়।