বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘরের দেওয়াল কেটে ৩টি গরু চুরি
মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় আনুমানিক সাড়ে ১০টা থেকে ভোর ৫টার মধ্যে গোয়াল ঘরের দেয়াল কেটে তিনটি গরু চোরেরা চুরি করে নিয়ে যায়।
বগুড়া নন্দীগ্রাম উপজেলা কাথম দক্ষিণ পাড়া গ্রামে মোঃ শামসুল হক (৫৫), পিতা মোঃ আব্দুল গণির গোয়াল ঘর থেকে ছোট বড় তিনটি গরু চুরি হয়েছে।
কৃষক মোঃ শামসুল হকের, মেয়ে মোছাঃ রিমা খাতুন (১৮), প্রতিদিনের ন্যায় তার গোয়াল ঘরে বিদেশী ১টি গাভী ও ২টি বকনা বাছুর ৩টি গরু গোয়াল ঘরে রেখে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। রাতে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় ৩টি গরু যার আনুমানিক মূল্য (দুই) লক্ষ টাকা।
নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষক মোঃ শামসুল হক (৪০) ইজিবাইক চালক, পিতা-মোঃ আব্দুল গনি ,সাং-কাথম, নন্দীগ্রাম, বগুড়া।