মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার সকাল দশটায় কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়। মাদক, জুয়া, চুরি ও সামাজিক অপরাধ দমনসহ মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, বাজারে ভেজালবিরোধী অভিযান ও সরকারি সম্পত্তি রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ দেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু। মালঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন। বীর কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন। কাহালু উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও সুজন এর উপজেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও কাওছার হাবিব আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।