সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বাড়া বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল বলিদ্বাড়া বাজারের দিক থেকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুতর আহত হন।
আহতরা হলেন-হরিপুর উপজেলার খোলরা গ্রামের শামীম (১৮) ও রিফাত (১৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় শামীমের মাথায় গুরুতর আঘাত লাগে, এতে তার মাথার মগজ বের হয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই শামীম যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে জানা গেছে।