মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী (প্রতিনিধি):
গতকাল ২৯ অক্টোবর নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে তিস্তা নদীর অববাহিকা থেকে বেশকিছু দিন ধরে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। এর আগেও চক্রটি পাথর উত্তোলন করায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উত্তোলনকৃত পাথর জব্দ করে এবং তা নিলামে বিক্রি করে দেয়।
অপর দিকে বারবার অভিযান পরিচালনা করেও ডিমলা উপজেলা প্রশাসন গ্রামে গঞ্জে রাস্তার পাশে বসানো অবৈধ মিনি পেট্রোল পাম্পগুলি বন্ধ করতে ব্যর্থ হয়। এই পাম্প গুলো আওয়ামী সময়ে অবৈধ ভাবে গড়ে উঠে। সেই সিন্ডিকেট তাদের তেল পাম্প ব্যবসা চালিয়ে আসায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাথর মজুদ, ক্রয়-বিক্রয় এবং পাথর ভাঙার মেশিন ব্যবহারের জন্য ০১ জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শুটিবাড়ি বাজারে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এসময় সহযোগিতা করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ভোরের ডাক প্রতিনিধিকে জানান, অবৈধভাবে পাথর উত্তোলন এবং অবৈধ মিনি পেট্রোল পাম্প এর বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর কঠোর অভিযান অব্যাহত থাকবে।