মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী (প্রতিনিধি):
কার্তিক মাস এলেই উত্তরাঞ্চলের কৃষক ঝড় বাদলে ক্ষতির আশংকায় আতংকিত থাকে।
আবহাওয়া অফিস সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ৩১ অক্টোবর পর্যন্ত থেমে থেমে টানা বৃষ্টিপাতে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ডিমলায় ৮৪ মিলিমিটার ও পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নীলফামারীর ডিমলা উপজেলার চিত্র অনুযায়ী বিভিন্ন এলাকায় হালকা বাতাস ও অনবরত মাঝারি ধরনের বৃষ্টি ঝরঝর ঝরেই চলছে। থামার কোন নাম গন্ধ নেই। ডিমলা উপজেলায় অনেক উঁচু ও নিচু জমি আছে। উঁচু জমিতে কৃষক আগাম শীতকালীন সবজি চাষ করেছে। সবজিগুলো ডাগর হয়ে বেশ শোভা বর্ধন করছিল। অবিরাম বৃষ্টি হওয়ায় তা কুঁকড়ে যায়। লাভের আশায় বুক বেধে হতাশ হয় কৃষক।
অপরদিকে ধানের শীষ ভারী হয়ে আসায় হালকা বৃষ্টি ও বাতাসে মাটিতে নুয়ে পড়েছে। এতে ডিমলার বিভিন্ন এলাকায় সবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এলাকার কৃষক মাসুদ রানার সাথে কথা হলে সে জানায় বাতাসে তার ১ বিঘা জমির ধান নুয়ে পড়েছে। ছাতুনামার রফিকুল ইসলাম জানান তার ও তার এলাকার কৃষকের ধান বাতাসে নুয়ে মাটিতে পড়ে।
ডিমলা কুঠির ডাঙ্গা এলাকার সবজি চাষি সোহেল রানা জানায় বৃষ্টিতে বাঁধা ও ফুলকপি, মুলা, লালশাক, বেগুন, মুলা শাকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না জানায়, আমন ধান ও শীতকালীন সবজির কিছুটা ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর মনিটরিং করছে।