রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

আক্কেলপুরে সাবেক ছাত্র নেতা আব্বাস আলীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ / ২৪ বার পঠিত
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
আক্কেলপুরে সাবেক ছাত্র নেতা আব্বাস আলীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সদস্য ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্বাস আলী গন সংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটকে না বলুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ক্রমে ঐক্যের ডাকে জয়পুরহাট-২ আসনের বিএনপির নির্যাতিত তিন মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মোঃ আব্বাস আলী, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফজলে কাদের সোহেল এর নেতৃত্বে আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটকে প্রত্যাখ্যান করে এক বিক্ষোভ মিছিল ও তাৎক্ষণিক সমাবেশ করেন।

এসময় সাবেক ছাত্রনেতা আব্বাস আলী বলেন, আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা হামলা,গুম খুন, কারাবরণের পর সকল রাজনৈতিক দলের রাজনীতি করার পরিবেশ তৈরী হয়েছে, সেই পরিবেশের মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গণমানুষের প্রত্যাশা পুরুণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রানী হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে ক্ষমতার লোভে পড়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

কেন্দীয় সেচ্ছাসেবকদলের সাবেক নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন নিপিড়ন সয্য করে বিএনপির রাজনীতি করেছি, চাকরী হারিয়েছি, পরিবারের সকলের সাথে অবিচার করেছি। আমার ছোট ভাই আব্বাস আলী অনেক কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়ে রাজনীতি করছে আপনাদের জন্য, দলের জন্য ও জনগণের জন্য। আমি অথবা আমাদের ঐক্যের ভীতর থেকে যাকেই বিএনপি ধানের শীষের প্রতিকে মনোনিত করবে তাকেই বিজয়ী করে ঘরে ফিরবো।

উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, জেলা জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী, আবু কাহার, ফজলুর রহমান, আব্দুর রহিম, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর