রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ধুনট উপজেলা শাখার উদ্যোগে নবযোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জয়নুল আবেদীন এবং সঞ্চালনা করেন বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরুল কায়েস খান।
বরণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আল-আমিন ও আঃ সালাম, সিনিয়র সহ-সভাপতি কে. এম. হাসান মনছুর, কোষাধ্যক্ষ মান্নাউল আলম, সহ-সভাপতি রুহুল আমিন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, নুরুল আমিন, আঃ লতিফ এবং মথুরাপুর ইউনিয়ন সভাপতি আবু শাহমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভিত্তি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”
তারা আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি ও আধুনিক শিক্ষাপদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ধুনট উপজেলাকে শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় নবযোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার মাধ্যমে উপজেলার শিক্ষা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক নেতারা।