রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত জয়পুরহাটে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান রাজশাহীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় শুভ উদ্বোধন রাজশাহী বাঘায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ফার্মেসিকে জরিমান বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকদের চতুর্থ দিনের মশাল মিছিলের স্লোগানে “আমলার মনোনয়ন মানিনা” নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ডিমলায় ধান কাটাবস্হায় কৃষকের মৃত্যু; ১দিন পর মরদেহ উদ্ধার।

মগরাহাট পশ্চিমে কংগ্রেস এর ১০ ও আই এস এফ চার বামফ্রন্ট এর এক সদস্য তৃনমূল কংগ্রেসে যোগদান

মনোয়ার ইমাম, কলকাতা, ভারত প্রতিনিধিঃ / ১৩১ বার পঠিত
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ

আজ বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের দশ জন ভারতের জাতীয় কংগ্রেস এর সদস্য ও চার আই এস এফ এর সদস্য এবং একজন সি আই এম সদস্য তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।

বেশ কিছু দিন আগে থেকেই তৃনমূল কংগ্রেস এর যোগাযোগ করছিল উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের চার জন ও আই এস এফ দলের দুই জন সদস্য এবং এই গ্রাম পঞ্চায়েত এ বর্তমান পরিস্থিতি তে মোট সদস্য সংখ্যা ২৯টি। তার মধ্যে তৃনমূল দলের ১২জন এবং ভারতের জাতীয় কংগ্রেস এর ১০জন এবং আই এস এফ দলের চার জন ও নির্দল একটি এবং বামফ্রন্ট এর একটি সদস্য ছিল। যখন এই পঞ্চায়েত গঠন করা হয় তখন তৃনমূল দলের ছয় জন ও নির্দল এবং আই এস এফ দলের চার জন ও বামফ্রন্ট এর একজন মিলে ভারতের জাতীয় কংগ্রেস এর উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাসকিনা কে সমর্থন করে এবং হাতছাড়া হয়ে যায় তৃনমূল দলের প্রধান প্রার্থী। সেখান থেকে উঠে পড়ে লাগে পুর্ন রায় প্রদান হবার জন্য সাবেক প্রধান ও তৃনমূল দলের নেতা কুতুবুদ্দিন লস্কর। তিনি দেড় বছর যেতে না যেতেই চারজন ভারতের জাতীয় কংগ্রেস এবং আই এস এফ দলের দুই জন সদস্য ও নির্দলীয় সদস্য নিয়ে বর্তমান প্রধান মমতাজ মাসকিনা কে ফেলার জন্য একজোট হয়। নড়েচড়ে বসে বর্তমান প্রধান মমতাজ মাসকিনা। তিনি চেস্টা করেছেন বর্তমান পরিস্থিতি কে সমাল দেবার। তিনি ইতিমধ্যেই তার দলের চার বেইমান সদস্য কে শিক্ষা দিতে তৃনমূল কংগ্রেস নেতৃত্বাধীন জোট এ সামিল হয়েছেন।

কিন্তু বাস্তবে কতটা রূপ নেবে সেটা দেখার বিষয়। কারণ এই উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কোন দিন ভালো ভাবে প্রধান থাকতে পারেনি। আজ পূর্ব নির্ধারিত সময়ে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সব সদস্য তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। বাকি আছে প্রধান মমতাজ মাসকিনা। তিনি কোন অদৃশ্য কারণে যোগদান করেন নি।যাই হোক আরো আট মাস বাকি প্রধান মমতাজ মাসকিনা কে ফেলতে। এই পোড়খাওয়া ভারতের জাতীয় কংগ্রেস সাবেক বিধায়ক আবুল বাশার লস্করের স্ত্রী কে ফেলতে পারবে কি তা সুনিশ্চিত করতে কেউ পারছেনা।

আজ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী জয়দেব হালদার এবং বিধায়ক যোগরন্জন হালদার এবং সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মোল্লা ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন ও ভাইস চেয়ারম্যান হাজী মোবারক মোল্লা পশ্চিম বাংলার এসটি ওবিসি সেলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেখ জেলা পরিষদ সদস্য নুর খাতুন বিবি ও শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌহিদ মোল্লা ও রহমাতুল্লাহ লস্কর এবং অন্যান্য জেলা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃবৃন্দ।

আজকের এই সভাটি পরিচালনা করেছেন উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস এর সভাপতি এহসান আলি মোল্লা ও তাকে সাহায্য করছেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক তৃনমূল দলের সদস্য ঈদ্দাদজামান মোল্লা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর