মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সরকারি আইন অমান্য করে, সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ চলছে মগরাহাট পশ্চিমে। বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমানে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার জরিমানা রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে ১৮ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত ঝুলিয়ে রেখে ফেলে দেওয়া হলো চলন্ত ট্রেন থেকে, জানা গেল ভিডিওর আসল ঘটনা কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু খাদিজার মৃত্যু অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা ঢাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল কালে আটক ১১ নেতাকর্মীর ৬ জন আমতলীর উচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে প্রযুক্তিগত প্রদর্শন শীর্ষক মাঠ দিবস উদযাপন সংবাদ প্রকাশের জেরঃ মাদক ব্যাবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত।

শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিনের চাঁদাবাজি,থানায় অভিযোগ।

মোঃ শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ২৯৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ছাত্রনেতা জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রুবেল আহম্মেদ। পরে এ ঘটনায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। এতে শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন ছাড়াও আরো ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ওই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে থানায় আরেকটি চাঁদাবাজির অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছুবান।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন পতিত আওয়ামী লীগের সরকারের প্রভাব খাটিয়ে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ক্ষমতার অপব্যবহার করে যাদুকাটা নদী তীরবর্তী রাজারগাঁও অদ্বৈত্য মহাপ্রভুর মন্দির ও যাদুকাটা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ শিভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। নদীপাড়ের মানুষকে ভয়ভীতি দেখিয়ে বোরহান উদ্দিন ও তাঁর সহযোগিরা এসব অপকর্ম করে বেড়াচ্ছে বছরের পর বছর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তবুও নদীতে চাঁদাবাজি ও পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি তাঁর।

সম্প্রতি যাদুকাটা নদীতে শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিনের অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় ছাত্রদল নেতা রুবেল। এতে রুবেলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে বোরহান উদ্দিন ও তার সহযোগিরা। ঘটনার দিন ৩১ জানুয়ারি শুক্রবার বোরহান উদ্দিন ও তাঁর সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদাঘাট ইউনিয়নের করিমপুর খালেরপয়েন্ট নামক এলাকায় রুবেলকে একা পেয়ে আটকে রাখে। পরে রুবেল এর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বোরহান উদ্দিন। এবং তাঁর পরিবারকে মোবাইলে কল করে টাকা আনতে চাপ দেয়। চাঁদা দিতে অপরাগতা জানালে রুবেলকে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রুবেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

বোরহানের উদ্দিনের চাঁদাবাজির শিকার আরেক বিএনপি নেতা আব্দুস ছুবান বলেন, শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিন পতিত আওয়ামীলীগ সরকারের দাপট দেখিতে যাদুকাটা নদীতে বালু পরিবহনকারী স্টিলবডি নৌকা থেকে চাঁদাবাজি ও নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা লুট করেছে। আওয়ামীলীগ সরকার ও তাঁর এমপি কেউই এখন ক্ষমতায় নেই কিন্তু কালো টাকার প্রভাবে নদীপাড়ের মানুষ ও সাধারণ ব্যবসায়ীদেরকে বোরহান উদ্দিন সিন্ডিকেট জিম্মি করে রেখেছে।

এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর