মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্রাননাশের হুমকি দেওয়ায় যুগ্ম সচিব স্বামীর বিরুদ্ধে স্ত্রীর জিডি। সরকারি আইন অমান্য করে, সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ চলছে মগরাহাট পশ্চিমে। বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমানে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার জরিমানা রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে ১৮ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত ঝুলিয়ে রেখে ফেলে দেওয়া হলো চলন্ত ট্রেন থেকে, জানা গেল ভিডিওর আসল ঘটনা কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু খাদিজার মৃত্যু অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা ঢাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল কালে আটক ১১ নেতাকর্মীর ৬ জন আমতলীর উচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে প্রযুক্তিগত প্রদর্শন শীর্ষক মাঠ দিবস উদযাপন

পোরশায় প্রস্তুতিকালে ৩জন ডাকাত গ্রেফতার

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ / ৪১৮ বার পঠিত
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

পোরশার সারাইগাছি গোমস্তাপুর রোহনপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চাঁপাইনবাবগঞ্জের ৩জনকে গ্রেপ্তার করেছে পোরসা থানা পুলিশ।

সূত্রমতে, ৩০ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাত বারোটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নির্দেশে এসআই ইকবাল আহমেদের পরিচালনায় সঙ্গীয় ফোর্স সহ আসামী ১। মোঃ আরিফ (২২), পিতা- মোঃ মনিরুল ইসলাম, মাতা- মোছাঃ নাসিমা বেগম, সাং- শিমলকুড়ি থানা- গোমস্তাপুর, ২। মোঃ সোহেল রানা (২২) পিতা- মৃত সুলতান মাহমুদ, মাতা- মৃত আকলিমা খাতুন, সাং- ধবুড়া, থানা-শিবগঞ্জ, ৩। মোঃ জসিম উদ্দীন (২২), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং- মিরাপুর, থানা- গোমস্তপুর, বর্তমান সাং- রানীবাড়ী চাঁদপুর, থানা- শিবগঞ্জ সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করেন। তাদের তথ্যমতে আসামী ৪। মোঃ ওয়াসিম (৩০), পিতা- শফি মাঝি, সাং- চোডালা, থানা- শিবগঞ্জ, ৫। মানিক (২৫), পিতা- অজ্ঞাত, সাং- মকরমপুর ঘুন্টি, থানা- গোমস্তাপুর, ৬। মোঃ লিটন (২৫), পিতা- মোঃ আবু সাঈদ, সাং- বংপুর, থানা- গোমস্তাপুর, ৭। শ্রী বিকাশ সিং (২৩), পিতা-শ্রী আনারুল সিং, সাং- বংপুর, থানা- গোমস্তাপুর, সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায় আরও চার থেকে পাঁচ জন পুলিশের আগমন ইঙ্গিত পেয়ে পালিয়ে যান।

এসআই ইকবাল আহমেদ এর তথ্য মতে, তিনি সারাইগাছি মোড়ে কর্তব্য রত অবস্থায় সংবাদ পেলে তারা ঘটনাস্থলে যান পুলিশের গাড়ি টের পেয়ে নিকটস্থ শহিদুল মেম্বারের আমবাগান জঙ্গলে তারা লুকিয়ে যায়। স্থানীয় জনগণের সহযোগিতায় পোরশা থানাধীন সরাইগাছি হইতে রহমপুরগামী সড়কের তেতুলিয়া ইউনিয়নের কাঠালতলী নামক স্থান থেকে একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র সন্ত্রসহ সমবেত হইয়া ডাকাতি করার প্রস্তুতি নিতেছিল। বাগান তল্লাশি করে তিনজনকে আটক করা হয় ও তাদের কাছে ০১ (এক) টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা অনুমান ২৪ ইঞ্চি, ০৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি রশি পাওয়া যায়।

আটক কালে স্থানীয় ১। মোঃ শামফুল হক (৪৮), পিতা- মৃত আঃ সালাম, মোবাইল নং- ০১৭৮৯-৫১২৪৪৩, ২। মোঃ আব্দুল আলিম (৪৭), পিতা- মৃত সিদ্দিক কাজী, মোবাইল নং- ০১৭৮৬-২০৬৪৩৭, উভয় সাং-গোপালপুর, ৩। মোঃ আঃ কাইয়ুম (২৮), পিতা- মোঃ আনিছুর রহমান, মোবাইল নং-০১৭০৯-৩৭৪৭৮৭, সাং-তেঁতুলিয়া, ৪। মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতা- মোঃ আব্দুল আলিম, মোবাইল নং- ০১৭৯৮-৭৮৫৫৭৭, সাং-গোপালপুর, সর্ব থানা- পোরশা, জেলা-নওগাঁগন উপস্থিত ছিলেন। উল্লেখিত আসামিদের নামে ১২৯৩নং তারিখ-২৯/১২/২০২৪ ইং জিডি করা হয় পরে ৩৯৯/৪০২ ধারায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর