মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নওগাঁয় ধর্ষণ মামলা থেকে জামিনে বেরিয়ে আবারো জোরপূর্বকভাবে ঘরে তুললেন ছাত্রী দোলাকে নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক। অভয়নগরে শাকিল নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ পাচারকালে জব্দ, নিলামে বিক্রি! দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা “আনু” গ্রেফতার জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাংচুরের প্রতিবাদে কালিয়ায় সংবাদ সম্মেলন সরকারি আইন অমান্য করে, সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ চলছে মগরাহাট পশ্চিমে। বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমানে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার জরিমানা

সুজানগরে খাজা স্মৃতি সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ

মনিরুজ্জামান মনির, পাবনা প্রতিনিধিঃ / ৬৪ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

সুজানগরে খাজা স্মৃতি সংঘের আয়োজনে, ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ান পুরুষ ও দেশীয় নারী প্লেয়ারের খেলা উপভোগ করতে শত শত পুরুষ ও নারী দর্শকদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছিল ফাইনাল টুর্নামেন্ট।

শনিবার রাতে পাবনার সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাজা স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খাজা স্মৃতি সংঘের সভাপতি আব্দুল লতিফ দুলালের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি টুটুল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্যসচিব রিয়াজ মন্ডল, প্রয়াত খাজা ময়নুদ্দিন এর আপন ভাই উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার, ক্রিড়া সংগঠক ও খাজা’র ভাতিজা শেখ রাফি প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,খাজা স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আমেরিকা প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুতুব উদ্দিন আইবেক বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার পাঠান, সেই পুরুস্কারটি বিজয়ীদের হাতে তুলে দেন, খাজা ময়নুউদ্দিন এর ভাই আব্দুল কাদের রাজা শেখ। টুর্নামেন্টে তিরত্ন ক্লাবকে হারিয়ে খাজা স্মৃতি সংঘ বিজয়ী হয় এবং টুর্নামেন্ট ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার ও নারী প্লেয়ার অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর