মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নওগাঁয় ধর্ষণ মামলা থেকে জামিনে বেরিয়ে আবারো জোরপূর্বকভাবে ঘরে তুললেন ছাত্রী দোলাকে নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক। অভয়নগরে শাকিল নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ পাচারকালে জব্দ, নিলামে বিক্রি! দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা “আনু” গ্রেফতার জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাংচুরের প্রতিবাদে কালিয়ায় সংবাদ সম্মেলন সরকারি আইন অমান্য করে, সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ চলছে মগরাহাট পশ্চিমে। বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমানে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার জরিমানা

শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নওগাঁয় বিজয়ী হলেন যারা

অহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৯৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

নওগাঁয় জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন ব্যাপী জেলা স্টেডিয়াম মাঠে বিজয়ীদের হাতে সনদ ও পুরুষ্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন।

জেলা পর্যায়ে খেলা গুলোর মধ্যে দলীয় খেলা ক্রিকেট (বালক) প্রথম হয়েছে সাপাহার উপজেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন মান্দা উপজেলার কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রিকেট (বালিকা) প্রথম হয়েছে পত্নীতলা উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন মান্দা উপজেলার মান্দা থানা অদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ভলিবল (বালক) প্রথম হয়েছে ধামইহাট উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন সাপাহার উপজেলার সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভলিবল (বালিকা) প্রথম হয়েছে মান্দা থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রানার্স আপ হয়েছেন নওগাঁ সদর উপজেলার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬৬টি খেলায় বিজয় লাভ করেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার (অতি: দা:) মোহা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইনের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার শেষে বাকি সময় খেলাধুলা করলে ভিডিও গেমস এর প্রতি আসক্তি এবং কিশোর গ্যাং এর সাথে সংপৃক্ত হয়ে বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে পরার প্রবণতা চলে যাবে।

পরে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সকল শিক্ষক ও সকল প্রতিযোগীদের জন্য শুভকামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার (অতি: দা:) মোহা. আব্দুর রাজ্জাক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর