মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নওগাঁয় ধর্ষণ মামলা থেকে জামিনে বেরিয়ে আবারো জোরপূর্বকভাবে ঘরে তুললেন ছাত্রী দোলাকে নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি ঢল, কয়লা কুড়াতে শ্রমজীবী মানুষের হিড়িক। অভয়নগরে শাকিল নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ পাচারকালে জব্দ, নিলামে বিক্রি! দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা “আনু” গ্রেফতার জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাংচুরের প্রতিবাদে কালিয়ায় সংবাদ সম্মেলন সরকারি আইন অমান্য করে, সেচ দপ্তরের যায়গায় বেআইনি নির্মাণ কাজ চলছে মগরাহাট পশ্চিমে। বাংলাদেশ প্রেস কাউন্সিলে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক কামাল হোসেন বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমানে দু’টি ক্লিনিকের ১ লক্ষ ১৫ হাজার জরিমানা

বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ / ৫৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ

বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী ও এলাকাসী।

বুধবার (০৫ই মার্চ) বেলা ১১টায় মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক ও এলাকাবাসীরা জানান, বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের বিদ্যাপিট মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের বিরুদ্ধে একটি মহল মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন। যা আদৌও সত্য নহে। এতে প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, আমি এই প্রতিষ্ঠানে যোগদানের পর ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাসীনদের দাপট ছিল। ৫ আগস্ট ক্ষমতা চূত্যের পর দখলদারিত্ব ও প্রভাব মুক্ত হয়েছে মহাস্থান উচ্চ বিদ্যালয়। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের পরিবেশটি আরও সুন্দর ভাবে এগুচ্ছে। বর্তমান মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে এখানে দ্বন্দ্ব চলছে। আমার বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্র করা ঠিক নয়। এতে বিদ্যালয়ের মানক্ষুন্ন সহ লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। আমি যদি কোন অনিয়ম বা দুর্নীতি করে থাকি তাহলে তদন্ত করে আমার বিরুদ্ধে যা ব্যবস্থা করা হবে আমি সেটাতে সমর্থন জানাব।

এসময় বেশকিছু অভিভাবকেরা জানান, প্রায় ১৫ বছর পর দেশ এক নায়কতন্ত্র থেকে মুক্ত হয়েছে। সবাই সম্মিলিত হয়ে নিজেদের ভিতর দ্বিধাদ্বন্দ ভুলে বিদ্যালয়ের প্রতি আন্তরিক দেখার জন্য তারা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আছালতজ্জামান।

সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সুফি আলম, সোহেলী পারভীন, আয়েশা সিদ্দিকা, শহিদুল ইসলাম, মেহেরুল ইসলাম, সিরাতুল জান্নাত জুয়েল, খাইরুল ইসলাম শহীদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান, ফেরদৌস আলম, তোয়াফ মন্ডল, দপ্তরি জাহিদুল ইসলাম, মোহাজ্জেল হোসেন, বিলকিছ খাতুন, গোলাম রব্বানী, আজিজুর রহমান প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর