নওগাঁর মহাদেবপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার দুপুরে নাটশাল গোপালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করার দাবী করেন। দ্রুত বাস্তবায়ন করা না হলে শিক্ষকরা আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।
উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটির মহাসচিব মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী।