নড়াইলের নড়াগাতীতে নবগঠিত মাদ্রাসা কমিটির সভাপতি সৈয়দ মিজাুনর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা।
৫ মে (সোমবার) সকাল ১১ টায় টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ মোঃ ওলিউল্লাহ’র সঞ্চালনায় ও অধ্যক্ষ এস এম ইকবাল সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাশিয়াল আদর্শ সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা মফিজুল ইসলাম, প্রখ্যাত ওয়াজিন ও ইসলামী চিন্তবিদ মাওঃ মাওদুদুল হক ও টোনা গ্রামের মোল্যা মনিরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার আগে নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান মাদ্রাসায় প্রবেশ করলে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা ফুল ছিটিয়ে আমন্ত্রণ জানান।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টোনা গ্রামের পুরোন ঐতিহ্য তুলে ধরে বলেন, এই গ্রামের অনেক কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন স্থানে বিখ্যাত স্থাপনা করেছেন এবং এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে টোনা গ্রামের মানুষের অবদান রয়েছে। বিগত ১৭ বছরের প্রেক্ষাপট উল্লেখ করেন। ৫ আগষ্টে আওয়ামিলীগ সরকারের পতনের পর টোনা গ্রামের কৃতি সন্তান সৈয়দ মিজানূর রহমানকে আহ্বায়ক করায় ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন তারা। এ ছাড়া আগামীতে টোনা আলিম মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসায় রুপান্তর করার দাবী জানান বক্তারা।
এ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, আপনারা সবাই আমার পাশে থাকলে সবই করা সম্ভব। মাদ্রাসাকে আলিম থেকে ফাজিলে উন্নীত করার জন্য যা যা করনীয় তিনি করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টোনা গ্রামের মফিজুল ইসলাম কিবু, রাসেল মোল্যা, হাসান মোল্যা মোল্যা বদিউজ্জামাল, অত্র মাদ্রাসার শিক্ষার্থীরাসহ সকল শ্রেনী পেশার মানুষ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।